সফটওয়্যার

1 comment:

  1. তোমায় ভালোবেসে ফেলেছি

    মোঃ আবদুল্লাহ আল রাফি

    প্রথম দেখায়!!!
    ভালোবাসায় হারিয়ে গেছি,,,

    তোমাকে কোনো দিন দেখি নাই,
    হঠাৎ দেখার পর
    আমি মুগ্ধ হয়ে গেছি।
    বিশ্বাস কর,
    সেই শুক্রবারে রৌদ্দুমাখা বিকালবেলায়,

    দেখার পর থেকে আমি,সব ভু্ল গেছি,
    মনে মাঝে তোমার নাম আসে;
    বার বার চোখে বাসে তোমার ছবি,
    মাঝে মাঝে মনে হয়-
    তুমি আমার পিছন দিয়ে ডাকতেছো,
    আমি পিছন দিকে তাকিয়ে,
    দেখি কেহ নাই,
    আসলে তোমায় ভালোবেসে ফেলেছি।


    তোমাকে স্পর্শ করা হয়নি আমার,
    তবুও হৃদয় দিয়ে তোমাকে
    ছুঁয়েছি বহুবার।

    তোমার চোখের দিকে
    তাকানো হলো না আর,
    তবুও তোমার চোখের মায়ায়
    ডুবেছি অজস্র বার।

    তোমার হাতটা ধরা হয়নি সেই দিন,
    তবুও আমার আঙুলগুলি,
    তোমায় নিয়ে কাব্য লেখে প্রতি দিন কত শত।

    তোমাকে ভালোবাসি বলা হয়নি সেই তবুও তোমায় ভালোবেসে ফেলেছি,
    নিজের থেকেও অনেক বেশি।

    বিশ্বাস রাখো,
    হাতটা যদি একবার ধরো
    ছাড়বো না আর কখনো,
    ভালো যদি একবার বাসো,
    তার চেয়ে বেশি ভালো বাসবো,

    ReplyDelete

Thank You!