ব্যর্থ প্রেমের গল্প

অনূভুতির_বাসনা
হুরায়রা বাসায় ঢুকেই দেখতে পেল বাড়ীর ছোটরা সবাই বসে আইসক্রিম খাচ্ছে। সবাই সোফায় বসে আছে। আর সেখানে লম্বা মতন একটা ছেলেও বসে আছে। হুরায়রা প্রথমে চিনতে পারে না বলে কাউকে কিছু না বলে নিজের ঘরে চলে যেতে নেয়।
তখন হুরায়রার চাচাতো বোন হিমি সোফায় বসা ছেলেটা কে বলে উঠে হৃদ ভাইয়া হুরু আপু কে আইসক্রিম দিবে না তুমি।।
হৃদ নাম টা শুনে হুরায়রা দাঁড়িয়ে পরে।আর ভাবে হৃদ ভাইয়া এটা।আমি প্রথমে চিনতেই পারি নি।কিন্তু পারলাম না কেন। ওনার ছবি তো আমার ফোনে আছে হয়তো অনেক দিন দেখা হয় নি তাই হঠাৎ করে চিনতে পারি নি। এতো বছর পর দেশে এসেছেন উনি। তখন হৃদ হিমি কে বলে~
হৃদ:হুরু আপু কে???
হিমি:আরে তুমি আমাদের হুরু আপু কে চিনো না। এই যে (হুরায়রা কে দেখিয়ে)হুরু আপু।
হৃদ:কিন্তু আমি তো ওর জন্য আইসক্রিম আনি নি। আমার তো ওর কথা মনে ছিলো না হুমু।
হৃদের কথা শুনে সবাই হেসে ওঠে।
হুরায়রার এই কথাটা শুনে একটু মন খারাপ হয় ও হৃদের সাথে কথা বলতে গিয়েও বলে না। আর ও কাউকে কিছু না বলে নিজের ঘরে চলে যায়। একটু পর ফ্রেশ হয়ে নিচে ডাইনিংএ আসে রাতের খাবার খেতে। যেখানে সবাই আছে।
হুরায়রাদের ছিলো যৌথ পরিবার।ওর বাবা চাচারা তিন ভাই এক বোন। হুরায়রার বাবা ইকবাল হাসান চৌধুরী মেজ। হৃদ ভাইয়ার বাবা ইরফান চৌধুরী (মানে হুরায়রার বড় আব্বু) বড়।ওর বড় কাকার দুই ছেলে সচেতন আর হৃদ।সচেতন ভাইয়া বড় হৃদ ছোট আর হিমির বাবা ইকরাম ফরিদ চৌধুরী (মানে হুরায়রার ছোট আব্বু) ছোট।ওনার দুই মেয়ে বড় মেয়ে লিসা আর ছোট মেয়ে হিমি।আর বাকি থাকে হুরায়রার ফুপি যার একমাত্র ছেলে স্বার্থ। যে অনেক বছর ধরে বিদেশে আছে পড়াশোনার জন্য।
হৃদ ভাইয়াও বিদেশে ছিলো।কিন্তু হঠাৎ করে হুরায়রার বাবা (মানে হৃদের মেজ আব্বু) স্ট্রোক করে মারা যাওয়ায় সাত দিনের জন্য দেশে এসেছিলো আবার চলেও গিয়েছিলো।এখন আবার প্রায় ৪ বছর পর আজকে দেশে এসেছেন। হুরায়রার মা তো হুরায়রার জন্মের সময় ই মারা গেছে। তখন থেকেই হুরায়রা ওর পরিবারের সবার সাথে থাকে।ওর যে বাবা মা নেই তা কেউ ওকে কখনো বুঝতেই দেয় না। দুই চাচ্চু আর চাচী আম্মা ও অনেক ভালোবাসে। হুরুর বাবা মৃত্যুর আগে মেয়ের নামে বেশ অনেক টাকাই ডিপোজিট করে রেখেছিলেন। সেটা দিয়েই হুরু এখন পড়াশোনা করছে। যদিও হুরুর বড় আব্বু সেই টাকা তুলতে নিষেধ করেছে কিন্তু হুরু শোনে না। খাবার টেবিলে কথায় কথায় হুরায়রার আইসক্রিম না পাওয়ার কথাটা ওঠে।তখন সচেতন ভাইয়া হুরু কে বলে আচ্ছা হুরু মন খারাপ করিস না আমি তোকে আইসক্রিম এনে দিবো কালকে।সচেতন ভাইয়া পুলিশে জব করে।আর হৃদ ভাইয়া তো সেই ক্লাস ৮ এ স্কলারশিপ পেয়ে বিদেশে গেছে।সেখানে থেকে পড়াশোনা করেছে আর তার একটা নিজের বিজনেস ও আছে।খুব বিজি।
সচেতন ভাইয়ার কথা শুনে হুরু বললো লাগবে না ভাইয়া।সমস্যা নেই। আমি পরে খেয়ে নিবো। নানা কথার মধ্যে খাবার পর্ব শেষ হলে হুরায়রা নিজের ঘরে চলে আসে।এসে দেখে ওর বিছানার উপর বেশ কয়েক রকমের কয়েক ফ্লেভারের আইসক্রিম রাখা।ও একটু অবাকই হয়।এতো আইসক্রিম কে দিলো।তখন ই হুরায়রার ফোনে একটা এস এম এস আসে। যেখানে লেখা ছিলো
~হুরপরী~
তোমাকে যখন কেউ অবহেলা করে তখন আমার খুব কষ্ট হয়। খুব তাড়াতাড়ি তোমাকে আমার মনের খাঁচায় বন্দী করবো।
অচেনা নম্বর থেকে এমন একটা এস এম এস দেখে হুরু অবাক হয়।আর বাড়ীর সবাই তো ওকে হুরু বলে ডাকে।হুর বলে তো কেউ ডাকে না। আর হৃদ ভাইয়া তো কোন নামেই ডাকে না। তবে কে দিলে এই এস এম এস।
এটা না ভেবে হুরু ভাবলো আইসক্রিম টা যেহেতু কে দিয়েছে আমি চিনি না তাই এটা নেওয়া ঠিক হবে না। এটা ভেবে হুরু আইসক্রিম টা নিচে ফ্রিজে রেখে আসলো।
হুরু সিঁড়ি বেয়ে উপরে ওর ঘরে ঢুকলেই অন্ধকার থেকে বলে
~তুমি আজও চিনলে না বুঝলে না আমায়।আর কবে চিনবে বলোতো।
আর কত অপেক্ষা করতে হবে আমাকে। কবে যে তোমাকে সব বলতে পারবো~
হুরু নিজের ঘরে গিয়ে নিজের ফোনটা স্ক্রল করছিলোতখন সেই অচেনা নম্বর থেকে আবার এস এম এস আসে যেখানে লেখা ছিলো
~ তুমি বা তোমাকে পাওয়ার ইচ্ছে আমার ততটাই।
যতটা পাওয়ার ইচ্ছে হলে অন্য কিছু কেন নিজেকেই আর পাওয়া হয় না আমার হুর পরী~
☞☞☞☞☞☞☞
চলবে?????
অনূভুতির_বাসনা
লেখিকা_পৃথি

পর্ব_০১
NEXT

দেওয়ানা_(আমার ভালোবাসা)

দেওয়ানা_(আমার ভালোবাসা)

🍂
চাপ এ পরে বিয়েটা করতে হয়েছে আমায়, কিন্তুু যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে আমি দেখেনি,,, অবশ্য সেও আমাকে দেখেনি, তার পরও আমাদের বিয়ে হয়ে গেল। কথাটা ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। তবে এই দীর্ঘশ্বাসটা দুঃখের নয়, সুখের! কেন জানিনা আমার এই দীর্ঘশ্বাস সুখ সুখ লাগে। মনে নেই কোনো হতাশ বিয়েটা নিয়ে। এমনটাও নয় যে, আমি আমার স্বামীকে ভালবাসি। তাকে পাওয়া জন্য আমার মনে, এই সুখ সুখটা লাগছে। উহুম! এমন কিছু ভাবাটাই ভুল। কারণ তাকে আমি ভালবাসি না। আর কখনো ভালোবাসতে পারবো। ভালোবাসা অর্থ আমি জানি না।কখনো! ভালবাসা কি তা নিয়ে চিন্তা করলে, আমার নিজের মাথা খালি হয়ে যায়। তাই খালি মাথা নিয়ে, আমি যাব অন্যকে ভালবাসতে? আমি কি পাগল নাকি হহু,,, ।
আমার বিয়ে হয়েছে আজ তিন মাস। উনার ফ্যামিলি সাথে থাকি আমি। উনার ফ্যামেলি বলতে আছেন, দাদা-দাদী, আমি আর উনি। উনার বাবা-মা কেউ নেই। ছোট কালেই মারা যায়। তারপর থেকে দাদা-দাদী সাথে থাকেন উনি। ওহ উনার পরিচয়টা দেয় আগে, উনার নাম আব্রাহাম রিদ খান।
উনি কি করেন? আমি নিজেও জানিনা। আসলে জানতে চাইনি কখনো। তাই হয়তো জানি না। তবে এতটা বলতে পারি যে, উনার নিজের বড় কোম্পানি আছে। ব্যবসা আছে। এক্ষন কয়টা আছে তা সঠিক বলতে পারবনা। অহ! আমার গুণধর স্বামীর আরও একটা পরিচয় আছে তোহ! বলা হয়নি আপনাদের । যেমন (মিঃ আক্ররু! আক্ষুটিয়া! রাগী বদমেজাজী! ভিলেন!) ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। কারণ তিনি সার্বক্ষণিক সবাইকে ঝাড়তে থাকেন। উইথ আউট রিজন। আর তাতে কেউ কোনো কিছু বলতে পারবে না, শুনা ছাড়া। আর কাজে তো ভুলেও ভুল করা যাবে না। যদিও কোনো মহোদয় ব্যক্তি, এই অসৎ সাহসটা ভুলে করে বসে তো? ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! পড়তে হয় ঠিক তার পর মূহুর্তেই। তার চাকরি ডিসমিস। মানে শেষ তার চাকরি হা হা হা।
কিন্তুু মজার বিষয় কি জানেন? আমাদের বিয়ে তিন মাস পরেও উনার সামনে ভুল করেও যায়নি আমি। আর কেনই বা যাব? আমার ভয় লাগে উনাকে তাই যায়না। এই নিয়ে অবশ্য দাদা-দাদী আমাকে কিছুই বলে না। কারণটা হলো আমার গুনুধর স্বামী। তাঁর গুন্ডামীর জন্য সবাইকে ভয় দেখিয়ে রেখেছে।
যেদিন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম। তখন উনি বাড়িতে ঢুকেই ড্রয়িংরুমের সোফায় টানটান হয়ে আরাম করে বসে। সার্ভেন্ড দিয়ে পানি আনিয়ে সেটা সঙ্গে সঙ্গে খেয়েই উঠে দাঁড়িয়ে দাদা-দাদি আর আমাকে উদ্দেশ্য করে নির্দ্বিধায় বলে উঠলো।
---" আমি তোমাদের জন্য এ বিয়ে করতে বাধ্য হয়েছি বিধায় আমাকে কেউ এই বিষয় নিয়ে কিছু বলতে পারবে না। আমি এই বিয়ে আর এই মেয়েকে বউ হিসেবে মানি না। আর না কখনো মানবো। শুধু এই মেয়েকে কেন? আমি দুনিয়ায় কোনো মেয়েকেই মানি না। মেয়েদের সঙ্গ পছন্দ নয় আমার। সেটা জেনে, তারপরও আমাকে বিয়ে করালে। এখন তোমার এই মেয়েকে নিয়ে কি করবে? সেটা তোমাদের ব্যাপার। আমার কিছু যায় আসে না। এই মেয়েটা নিজের মত করে সবকিছু করতে পরবে যা খুশি তাই। যেখানে খুশি সেখানে যেতে পারবে। i Don't care but? আমার আশেপাশে ও যাতে এই মেয়েকে না দেখি। it’s the clear?
গুনধর স্বামী প্রতিটা কথায় ছিল ভিষণ ক্ষেপ্ত। তাই সামনে থেকে উনার দাদা উদ্ধিগ্ন কন্ঠে ভেসে এসেছিল আমার কানে সেদিন। তিনি বলেছিলেন।
---" রিদ তুই কিন্তুু বেশি বেশি করছিস এবার। মেয়েটা মেয়েটা করছিস কেন? সে তোর বউ! আর তোর ওকে মানতে হবে। সবাই যে এক হয়না সেটা নিশ্চয়ই মানিস তুই? অতীত ঘেঁটে লাভ নেই। বতমান দেখা উচিত তোর। আর তোর বর্তমানই হচ্ছে এই মেয়েট। তোর তাকে.....
আর বলতে পারলো কই দাদাজান আমার। বাপরে, বাপ! হাতে থাকা গ্লাসটা সজোরে আছাড় মারে ফ্লোরে। বিকট শব্দে সবাই নিরব হয়ে গিয়েছিল। ততক্ষন আমি মাথাই লম্বা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে ছিলাম উনার কথা গুলো শুনছিলাম দাদা পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে। যখন বিকট শব্দ কানে আসে তখনই হিতাহিত জ্ঞান হারিয়ে ঘোমটা টেনেই দৌড়ে লাগিয়ে দাদাজানের পিছনে লুকালাম প্রাণের ভয়ে। বলা তো যায় না মহাশয়কে বিয়ে করার দায়ে আমাকেই তুলে আছাড় মারলো। যাই হোক দাদাজানের পাঞ্জাবীর দুই সাইডের দুই হাত দিয়ে খামচি ধরলাম। আর মাথাটা পিঠের উপর রেখে দাঁড়িয়ে পড়লাম পিছনে। এতটা ভয়ে নিজের মধ্যে কাজ করছিল যে না তাকিয়ে বুঝতে পারছিলাম সবাই আমাকে দেখছে। আমি জড়সড় হয়ে কাঁপছিলাম গুনধর স্বামীর ভয়ে। মনে মনে আওড়াচ্ছিলাম আল্লাহ বাঁচাও! বাঁচাও!
খানিকটা সময় বাদেয়, আবারও উনার বেরস চিৎকার কানে আসে আমার। উনি দাদাজানকে বলছেন।
---" বউ মাই ফুট! আমি এই বিয়ে মানিনা। আর তোমরা আমাকে এই মেয়েটাকে নিয়ে যদি forces কর তো? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য। তখন তোমার এই মেয়েকে নিয়ে থেকো এই বাড়িতে। আমাকে পাবে না কোথাও। choice is your দাদাভাই। এতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই।
বলেই বিরুক্তি নিয়ে এক পলক আমাকে দেখে নিয়ে আবারও দাদাজান কে বলেন,,,
---" এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না দাদাভাই। আমি তোমাদের কথা রেখেছি। এবার তোমরা আমার কথা রাখো। আমাকে আমার মতো থাকতে দাও। আর এই মেয়ে যা খুশি করতে পরবে। নিজের ইচ্ছা মতো চলতেও পারবে। শুধু আমার থেকে দূরে থাকবে ব্যাস। এতে আশা করি কারও কোনো রুপ সমস্যা হওয়ার কথা নয়। তারপরও যদি আপত্তি থাকে তাহলে আমার জানিও। আমি অলওয়েজ ফ্রি তোমাদের এই কথা গুলো শুনার জন্য। নাউ আই এম ভেরি ট্রায়াট! সো গুড নাইট।
বলেই তিনি কাউকে কিছু বলতে না দিয়ে গটগট শব্দ করে দাপদুপ পা ফেলে উপরে নিজের রুমে চলে যান।
উনি যেতেই দাদাজান উনার চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন নীরবে। হাত টেনে আমাকে উনার পিছন থেকে বের করে সামনে এনে আমার হাত দুটো ধরে বলে উঠে,,,,
---" ভয় পেয়েছিস তুই? ভয় পাসনা আমরা সব ঠিক করে দিব। আমরা আছি তো তোর পাশে। রিদ একটু রাগী। কিন্তু কাউকে ভালোবাসলে সর্বোচ্চ দিয়ে তাঁকে আগলে রাখে। তুই দেখিন দ্রুত সবটা ঠিক হয়ে যাবে। তোকেও মেনে নিবে।
তারপর দাদাজান কাজে লোক দিয়ে আমাকে সহ আমার জিনিস পত্র উপরে একটা রুমে পাঠায়। বাকিরাও যে যার রুমে চলে যায় খানিক বাদেয়। আমাকে রুমে দিয়ে কাজের লোক গুলো বিদায় হতেই, সাথে সাথে ঘোমটা ফেলে, লাইট অফ করে কান্না করতে লাগলাম। উনি আমাকে বউ হিসেবে মানেন না এই নিয়ে কান্না করছি না। বরং কান্না করছি উনি আমাকে সবার সামনে এতটা অপমান করলেন তারজন। আমার দোষটা কি ছিল? আমি ইচ্ছা করে বিয়েটা করেনি! পরিস্থিতি শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি কেবল। তাই বলে আমাকে যা নয় তাই শুনিয়ে গেলেন লোকটা। কান্না বেগ বাড়লো আমার। একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম খাটের এক কোণায়।
ওহ! আগে পরিচয়টা বলি। আমি রিক্তা ইসলাম মায়া। আমার পরিবারের সবাই আছে, বাবা, মা ,আমরা দুই বোন, একভাই। আমি সবার ছোট। বড় আপু বিয়ে হয়েছে ৫ বছর আগেই। ৩ বছর এর একটা ছেলে বেবি আছে,। ভাইয়া সবার বড়। নিজের পড়াশোনা কমপ্লিট করে নিজের ছোটহাট একটা ব্যবসা দাঁড়ানোর চেষ্টা করছে। আমি ইন্টার পার্স। এই বছর অনার্স ফাস্ট ইয়ারে উঠবো। পরীক্ষা পরপরই আমায় বিয়ের পীরিতে বসতে হয়েছে। যাই হোক বাকিটা নাহয় পড়ে বলার যাবে...
__
সকালে ঘুম থেকে উঠে পিটপিট করে তাকায়। ঘুমের রেশ কাটাতে না পেরে কোথাই আছি সেটা বুঝার চেষ্টা করতেই, ১মিনিট পর গরগর করে সবকিছু মনে পরলো আমার। মনে পড়তেই চট করে চারপাশটায় নিজের চোখ বুলিয়ে নিলাম ভালো করে। রাতে চিন্তায়, অন্যমনস্ক, অপমান বোধ, আর কান্নার জন্য নিজের রুমটা খেয়াল করা হয়ে উঠেনি। কিন্তু এখন করছি। রুমটা পযবেক্ষণ করতেই অটোমেটিকলি আমার চোখ বড় বড় হয়ে যায়। এই ভেবে! যে এই আমি কোথায় আছি? এটা কি রুম নাকি অন্য কিছু? আল্লাহ! এতো সুন্দর কোনো রুম হতে পারে। এতটা বিলাশ বহুল জীবনের সাথে আমি পর্ব পরিচিত নয়। এই রুমের ভিতরের মধ্যে থাকা প্রতিটা আসবাবপত্র বিলাশত্ত। রুমে ভরপুর হয়ে আছে দামি ফার্নিচার। রুমের একপাশে ডিজাইনার সোফা তার বরাবর সামনে দেয়ালে ডেসিংটেবিল রাখা। তার পাশেই কবার্ড আর দেয়াল জুড়ে আছে নানান চার্চের প্রেন্টিন। সৌন্দর্য যেমন বেয়ে বেয়ে পরছে রুমটির। খুটিয়ে খুঁটিয়ে রুমটি দেখার পর উঠে বসলাম,,,,,
কালকের শাড়িটি এখনো পরে আছি। তাই ব্যাগ থেকে সাদা কালারের চুরিদারি জামা বের করে গোসল করে নিলাম। রুমে এসে বসে বসলাম সোফার মধ্যে। খানিকটা সময় যেতেই আমার রুমে বাহির থেকে দাদা-দাদী নক করে বলেন,,,
---" মায়া আসবো ভিতরে।
আমি তাকাতেই উনারা ভিতরে চলে আসলো হাসি মুখে। আম্মুর শিখানো কথায় অনুযায়ী উঠে গিয়ে দাদা-দাদিকে সালাম করলাম। তারা আমাকে উঠি সোফায় বসিয়ে দুই জন দুই দিকে বসে পরলো। আমি জায়গায় পেলাম তাদের মধ্যস্হানে। অমায়িক হাসি মুখে দাদী আমাকে কতগুলো গহনা বক্স ধরিয়ে দিয়ে বলে উঠে,,,,,
---" এইগুলা আমরা রিদ এর বউ এ জন্য রেখেছিলাম। রিদের মায়ের গহনা এই গুলো। রিদের মা রেখেছিল তার ছেলের বউয়ের জন্য। রিদের মা নেই। তাই আমি দিচ্ছি। তুই এখন আমাদের রিদের বউ। সেই সূত্রে এখন এইগুলো তোর।
আমি কিছু বলবো তার আগেই, দাদী আবারও বলে উঠলো,,,
---" উহুম! না করা যাবে না। না শুনতে চাই না। এই গুলো তোর প্রাপ্য। তাই তোকে রাখতেই হবে।
আমি চুপচাপ বসে রইলাম। কি করবো বুঝতে পারছি না আপাতত। আমাকে চুপ থাকতে দেখে দাদাজান হালকা হেসে আমার মাথায় আদুরির একহাত বুলিয়ে দেয়। উনার হাতে থাকা আরও একটা ছোট বক্স এগিয়ে দেয় আমার দিকে। আমি গোল গোল চোখে তাকায় দাদাজানের মুখপানে। আমার এমন দৃষ্টি বুঝে নিজেই হাত বাড়িয়ে ছোট বক্সটি ওপেন করে আমার সামনে। বক্সটির ভিতর থেকে খুব সুন্দর একটা সাদা পাথরের আক্টি পরিয়ে দিয়ে আমাকে বললো...
--" রিংটা বংশগত ভাবে তোকে পড়ানো হয়েছে। খান্দানী রিং এটা। কখনো হাত থেকে খোলা যাবে। সবসময় এটা পড়ে রাখতে হবে।
দাদাজানে কথা অনুযায়ী আমি মাথা নাড়ালাম যার অর্থ হ্যাঁ খুলব না। পাশ থেকে এবার দাদী আমার মাথায় হাত রাখলেন। আদুরের হাতটা মাথায় বুলিয়ে আদর করে বলে উঠে,,,,,
---" শুন মায়া! রিদ যেমন অধিকার নিয়ে এই বাড়িতে আছে। তোরও ঠিক সমান অধিকার আছে এই বাড়িতে থাকার। বিয়ের পর মেয়েদের ঠিকানাই স্বামী ঘর হয়। তোর ঠিকানাও রিদের ঘর। এই বাড়ি। তুই তোর ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রাখবি। এই ঘর সংসারটা তোরও এখন। তাই ভালবাসা দিয়ে নিজের স্বামীর মনকে জয় করতে হবে। কাল রাতে রিদ যা বলেছে তার জন্য আমরা অনুতপ্ত। রিদ উগ্র মেজাজের। সহজে সবকিছু মেনে নিতে পারে না। তাই তোর ওকে বুঝাতে হবে বিয়েটা মানে কি? তারপরও আমরা রিদের সাথে কথা বললো তোকে নিয়ে। একটু সময় লাগবে কিন্তু দেখবি সব ঠিক হয়ে গেছে। আমাদের ওপর একটু ভরসা রাখ।
এতটুকু বলেই থামেন দাদী। আমি নড়েচড়ে বসি। কিছু বলতে চাই দাদা-দাদিকে। নিজস্ব মতামত দিতে চাই তাদের। তাই দাদী আবারও কিছু বলার আগেই আমি দাদীকে থামিয়ে দিয়ে, হাত বাড়িয়ে দাদা-দাদির দুই জনের দুটিহাত নিজের দুই হাতে মুঠোই নিয়ে আস্তে করে বলে উঠি আমি,,,
---" বিয়েটা কিভাবে হয়েছে? বা কেন হয়েছে? তা আমরা সবাই জানি। তাই সে নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু ছোট একটা আপত্তি আছে। সেটা হলো আমাদের বিয়েটা হুট করেই হওয়ায়, উনি যেমন বিয়েটা মেনে নিতে পারছে না তেমন আমিও। আমাদের এই সম্পর্কটা, আপাতত আমরা কেউ বুঝে উঠতে পারছি না। তাই আমরা আমাদের সম্পর্কটা বুঝার জন্য আমাদের একটু সময় দাও প্লিজ। আমাদের দু'জনেই সময় দরকার।
আমার কথা শুনে দাদা-দাদি চেহারা অপরাধ বোধটা কিছুটা কমে যায়। আমাকে জরিয়ে ধরে কপালে চুমু খায় দাদী। খুশিতে উৎফুল্লতা সঙ্গে বলে উঠলো।
---" আচ্ছা তাই হবে। তোর কথায় রইল।
--" হুমমম।
---" আচ্ছা? আমরা তোকে তুই করে বললে, তোর কি কোনো আপত্তি আছে তাঁতে মায়া? দেখ! আমাদের কাছে রিদ যেমন, তুইও ঠিক তেমনটায় আপন। তুমি শব্দটাতে গভীরতা আসে না। কেমন একটা পর পর লাগে। তাই তুই করেই বলি তোকে কেমন।
আমি ধীরে মাথা নাড়িয়ে আবারও সম্মতি জানিয়ে বললো...
---"তুমি আমাকে যা খুশি ডাকতে পারো দাদী। আমার কোনো আপত্তি নেই,,,,
পাশ থেকে দাদাজান খানিকটা অভিযোগ সুরে বলে উঠে,,,
---" আমাকে কি কারও চোখে পড়ে না? নাকি দেখতে চাই না কেউ কোনটা?
দাদাজানের কথায় মূহুর্তেই ঠোঁট প্রসারিত হাসলাম আমি। দাদা-দাদীর সাথে আমার পূর্ব পরিচয় ছিল আগের থেকেই। আমাদের বাসায় প্রায় যাওয়া আসা করতো তাঁরা। সেই সুবাদে আমার সাথেও তাদের সক্ষতা ছিল বেশ। আমি সেই সূত্র ধরে এবার দাদাজানকে জরিয়ে ধবে বলি....
---" তুমি তো আমার দাদাজান। আর জানকে চোখে না পড়াটা ঘোর পাপ বুঝলে। আমি তোমাকে দাদাজান কেন বলি জানো? কারণ দাদা শব্দটা মাত্র ফর্মালিটি রক্ষা করার জন্য বলে থাকি। তুমি কিন্তু আসলে আমার জান হও। বুঝলে?
____
খাটের উপর পা ঝুলিয়ে বসে আছি আমি। আমার দৃষ্টি সামনে দেয়ালের প্রেন্টিনর উপর। কিন্তুু মাথায় আমার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমার চিন্তা কারণ হলো, আমার গুনুধর স্বামীকে নিয়ে। বিয়ে হয়েছে আজ এক সাপ্তাহ হয়েছে। কিন্তুু আমি তার সামনে যায়নি। উনার সামনে যাওয়ার আমার কোনো কারণ ছিল না তাই যাওয়া হয়নি। উনার সামনে যেতে আমার যথেষ্ট পরিমাণ কারণ লাগবে। নয়তো কারণ ছাড়া যাবো না। আর কেনই বা যাব? উনি আমাকে সবাই সামনে এতোটা অপমান করলেন। যাহ আমি কিছু ভুলিনি। অপমান থেকেই জেদ ধরে, ভুল করেও উনার সামনে যায়না আমি। উনি কখন বাসায় আসে! কখন যাই! কখন নাস্তা করে? কখন ডিনার করে? এই সময় গুলো মাথায় রেখে, তখন আমি ভুল করেও রুম থেকে বের হইনা। রাতে আমার গুনধর স্বামী বাসায় আসার আগে, আমি দাদা-দাদি সাথে আড্ডা দিয়ে নিজের রুমে চলে আসি। মোট কথা উনার সামনের আমি কিছুতেই পরতে চাই না হুহ্। বর্তমানে দাদা-দাদি আমাকে ছাড়া চোখ দেখে কিনা? সেটা নিয়েও আমার সন্দেহ আছে তীব্র। তাঁরা দু'জনই একদম চোখে হারায় আমাকে! এতটা ভালোবাসেন আমাকে।
দাদা-দাদি কথা মাথায় আসতেই চট করে চলন্ত দেয়াল ঘুড়ির দিকে তাকালাম। দেখলাম রাত ৯ঃ১০ বাজে। তাই সাথে সাথে উঠে দাঁড়িয়ে রুমে থেকে বাহির হলাম। উদ্দেশ্য! দাদীর সাথে আড্ডা দিব। দাদীর রুমে। দাদীর রুমটা, আমার রুম থেকে দুই রুম পরের। সভ্যসুলব ভাবে দাদা-দাদির রুমের দিকে অগ্রসর হচ্ছি, রুমের সামনে বিশাল করিডোরে ধরে। তখনই আমার চোখে পরলো দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিস্তীর্ণ অতি সুন্দরী একটা পাথরের মূর্তি। আমি দাড়িয়ে পড়লাম। ভ্রুঁ কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। পযবেক্ষণ করতে লাগলাম পাথরের মূর্তিটিকে। যার হাত দুটো ভাজ করে উপরে তোলা মুড়িয়ে। মাথাটা উপরের মুড়ানো হাতের দিকে চেয়ে আছে। আর কমড়টাও বাকা করে রেখেছে একপাশ থেকে। আমি খানিকটা সময় নিয়ে দেখার মধ্যে দিয়েই, আমার মনে প্রর্বল ইচ্ছা জাগে আমিও এটা মতো করে দাড়াবো এখন। তাই দেরি না করে সাথে সাথে নিজের দুই হাত ভাজ করে উপরে তোলে দিলাম। কমড়টা বাঁকা করে। মাথাটা উপরের দিকে তুলতেই হঠাৎই কেউ একজন পিছন থেকে ভারি কন্ঠে বলে উঠলো,,
---" কি হচ্ছে এখানে?
আমার কোনো পরিবর্তন হল না। আমি আগের নেয় চেষ্টা করেই যাচ্ছি। আমার ধারণা ছিল আমার পিছনে ব্যক্তিটি ভালো কাকু হবে, মানে খান বাড়ির একটা সার্ভেন্ড আরকি? আমি উনাকে ভালো কাকু বলে সম্মোধন করি। তাই নিজের চেষ্টা চালিয়ে উল্টো বলে উঠি,,
---" ভালো কাকু! দেখত! আমি ঠিক করে দাড়াতে পারছি কিনা, এই প্রতিমার মতো হুম? সবকিছু ঠিকঠাক আছে কিনা?
পিছন থেকে কারও সারা শব্দ এলো না কানে। তবে তার উপস্থিতটা টের পাচ্ছিলাম। কিছুটা সময় যেতেই হুট করে আবারও দ্বিতীয় শব্দ কানে আসে আমার। পিছন থেকে দ্বিতীয় জন্য বলে উঠে....
---" রিদ বাবা আপনার কফি।
সার্ভেন্ডের ডাক যেন রিদের কানে অবধি পৌঁছাল না। দৃষ্টি তাঁর অচেনা মেয়েটির উপর। খানিকটা কপাল কুঁচকে তাকিয়ে আছে কৌতূহল বশত। মেয়েটির কর্মকান্ড বুঝার চেষ্টা করছে সে। পিছন থেকে মেয়েটিকে এক পলক চোখ বুলিয়ে নেয় রিদ।
মেয়েটির পড়নে গাঢ় নীল রঙ্গের চুরিদারি জামা জড়ানো। দুই হাত ভরতি নীল কাঁচের চুড়ি। চুল গুলো সব খোপা করা। তার মাঝে ঝুলন্ত কাঠি দিয়ে বাধা। আর সেই কাঠি মাঝে অনেক গুলো ছোট ছোট ঝুমকো আছে। যাহ মায়ার মাথা নাড়াবার সাথে সাথে ঝনঝন শব্দ করছে। গায়ে রংটাও বেশ মন মাতানো। কাঁচা হলদেটে যাহ খুব কম মানুষের থাকে এই রংটা, সবার থেকে আলাদা। রিদ আবারও চোখ আওড়ায় মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। এতে সে বিরক্ত। কিন্তুু মেয়েটি কে? খান বাড়িতে অচেনা মেয়ের আগমনটা কৌতূহল সৃষ্টি করলো রিদের মনে। রিদকে দাঁড়িয়ে থাকতে দেখে, আবারও পিছন থেকে বৃদ্ধ সার্ভেন্ডটি মৃদু গলায় রিদকে উদ্দেশ্য করে বললো....
---" রিদ বাবা আপনার কফিটা।
পরপর ডাকে বিরুক্তি নিয়ে তাকায় সেদিকে। রিদকে বিরক্তিতে থাকাতে দেখে থমথমে খেয়ে যায় বৃদ্ধা সার্ভেন্ডটি। জড়সড় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে জায়গায়। রিদ বিরক্তি নিয়ে লোকটিকে এক পলক দেখে নিয়ে আবারও চোখ ঘুরিয়ে তাকায় সামনে।
রিদ নামটি শুনতেই চমকে উঠলাম আমি। আমার গুনধর স্বামী এই মূহুর্তে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। আর আমি তাঁর সামনে। বিষয়টি আমার জন্য খুবই ভয়ানক থেকে ভয়াবহ টাইপের কিছু। মোট কথা হলো উনি এই সময়ে বাড়িতে কি করছেন? এই সময় তোহ বাড়িতে আসার কথা না! তাহলে কেন এসেছেন? আর এসেছেন ভালো কথা! আমাকেই বা কেন উনার সামনে পড়তে হলো? ভয়ে বুক কাঁপছিল আমার। হাত পা জমে উঠছিল। তাই দ্রুত নিজেকে ঠিক করে দাঁড়িয়ে পড়লাম। ভয়ে আমার হাত-পা মৃদু কাঁপছে। কিন্তু মুখে কোনো কথা বলছি না আমি। ভয়ে জড়সড় হয়ে হুট করেই পালানোর চিন্তা ভাবনাটা ঠিক করলাম চট করে। তাই দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা না করে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়াতেই পিছন থেকে উনি গাল খাঁকিয়ে বলে উঠে,,,,,,,,
রিদঃ- stop here! don’t go! who are you?
ভয়ে আতংকে উঠলাম আমি। পা দুটো থেমে গেলো মূহুর্তেই। শুকনো একটা ঢুক গিলে চারপাশে ভীতু চোখ বুলালাম। আমি কি করবো? কিছু ভেবে পাচ্ছিলাম না। এদিক ওদিক তাকিয়ে কাউকে খুজছিলাম। যে আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। কিন্তুু আফসোস! এই মূহুর্তে কাউকে দেখতে পারছি না আমি। হতাশতায় আষ্টশ হয়ে আসছিল আমার গলা।তাই উপায় না পেয়ে দাদীকে চিৎকার করে ডাকতে লাগলাম গলা ফাটিয়ে।
---" দাদী গো! আমাকে বাঁচাও। দাদী গো! আমাকে বাঁচাও। দাদী! দাদী!
ব্যাস! দাদী আমার হাজির হলো। নিজের রুম থেকে ধুর ফুরিয়ে ছুটে বের হয়ে আসলো আমার সামনে। রুম থেকে বের হতেই সামনে পেলো আমাদের। দাদীকে চোখের সামনে দেখে, যেন জান ফিরে ফেলাম আমি। তাই আমি আর পিছন ফিরে না তাকিয়ে সামনে দিকে দৌড়ে গিয়ে দাদীকে জরিয়ে ধরে বললাম,,
---"দাদী প্লিজ আমাকে এবারে মতো বাচিয়ে দাও। প্রমিস করছি, আর কোনো দিন তোমার নাতির সামনে পরবো না। প্লিজ দাদী! আমাকে বাচিয়ে দাও।
প্রচন্ড ভয়ে সাথে কথা গুলো বলে, দাদীকে কিছু বলার সুযোগ না দিয়ে, আবারও দৌড় লাগালাম দাদীর রুমে। এক দৌড়ে চলে আসলাম দাদীর রুমে। বুকে হাত দিয়ে লম্বা শ্বাস ছাড়লাম আহা! কি শান্তি! বাকিটা দাদী নিজেই সামলে নিবেন উনার সাথে।
এইদিকে
মায়া এমন কান্ডের খানিকটা বোকা বোনে যায় রিদ। কি থেকে? কি হয়েছে? কিছুই বুঝতে পারছেনা রিদ। রিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার যাওয়া দিকে। রিদের দাদী হেনা খান মূহুর্তেই শক্ত গলায় বলে উঠে...
---" রিদ তুই কি? মেয়েটাকে শান্তি মতো থাকতেও দিবি না বাড়িতে? মেয়েটা কি তোকে জ্বালায়? যে তুই ওকে ভয় দেখাচ্ছিস হ্যাঁ?
হেনা খানের ধারণা রিদ এতক্ষণ ধরে মায়াকে হয়তো অপরাধ করছিল। বা ভয় দেখাচ্ছিল। যার কারণে মায়া ভয়ে চিৎকার করছিল বাঁচা জন্য। দাদীর কথা কানে আসতেই চোখ তুলে তাকাই রিদ। এখানে রিদ কতটা অপরাধী বুঝার চেষ্টা করে। কাকে ভয় দেখাচ্ছি সেটাও জানার প্রয়াশ চালায়। কিন্তু বোধগম্য হচ্ছে না। তাই নিজের দাদীর কথায় চোখ তুলে তাকিয়ে থেকে একটা ভ্রুঁ কুঁচকে প্রশ্ন করে,,,
---" কাকে ভয় দেখাচ্ছিলাম আমি? আর মেয়েটা কে??
রিদের কথায় তেলেবেগুনে জ্বলে উঠে হেনা খান। এতক্ষণ ধরে ভয় দেখিয়ে বলছে কাকে ভয় দেখাচ্ছে সে। চিনেও বলছে মেয়েটি কে?
---" ওহ মায়া! যাকে তুই এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছিলি!
দাদীর কথায় খানিকটা কপাল কুঁচকে আসে রিদের। মায়া নামে কাউকে চিনে কিনা মনে করার চেষ্টা করে। কি বিফল হয়। তাই খানিকটা কনফিউজড হয়ে আবার প্রশ্ন করে...
---' মায়া কে?
এবার সত্যি সত্যি রেগে যাচ্ছেন হেনা খান। রাগী ফেঁসে বিরক্তি নিয়ে বলে...
---' তোর বউ! কেন? যখন ভয় দেখাচ্ছিলি, তখন মনে ছিলনা মেয়েটা কে হয়? এখন বলছিস আমায় যে মেয়েটা কে?
খানিকটা থেমে আবারও সাথে সাথে বললো হেনা খান..
---" আর হ্যাঁ! তুই মায়া থেকে দূরে থাকবি। একদমই ভয় দেখাবি না ওকে। আর যদি ভয় দেখানোর চেষ্টা করিস তোহ আমার চেয়ে খারাপ কেউ হবেনা না। বলে দিলাম।
কথা গুলো গরগর করে বলেই, তিনি হনহনিয়ে চলে যান নিজের রুমে। আর পিছন থেকে রিদ হা করে তাকিয়ে থাকে হেনা খানের যাওয়ার দিকে। তাঁর সাথে কি হল? কিছুই বুঝতে পারছে না। এ মেয়েটা তাঁর বউ এতটুকু বুঝতে পারছে। কিন্তু যে বউকে, সে নিজের থেকে দূরে থাকার জন্য সবাইকে বলে এসেছে। আজ সবাই তাঁকে সেই মেয়েটার থেকে দূরে থাকতে বলছে।
চলবে,,,,,,,,,,,,,
দেওয়ানা_(আমার ভালোবাসা)
লিখিকাঃ_রিক্তা ইসলাল মায়া
পর্বঃ_০১
NEXT

চুপিচুপি_ভালোবাসি💞

ব্যর্থ প্রেমের গল্প

আমার বিয়েটা যে এরকম ভাবে সয়ে যাবে সেটা ভাবতেই পারিনি আমি। যদি বুঝতাম পরিবারের সাথে ঢাকায় বেড়াতে এসে আমার জীবনটাই পাল্টে যাবে তাহলে কোনোদিনই এখানে আসতাম না আমি। এই মুহূর্তে আমি ড্রয়িং রুমে বসে আছি। আমার সামনেই বসে আছে নির্ভীক ভাইয়া মানে যার সাথে আমার কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছে। উনি ঠোঁটে বিশ্বজয় করা হাসি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন। উনার এই হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। আমি উনার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকালাম। কিন্তু এবার যা দেখলাম তাতে আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেল। আব্বু আর আঙ্কেল মানে নির্ভীক ভাইয়ার বাব কোলাকুলি করছেন। আমার আব্বু হাসিমুখে বলে উঠলো,,

--"আজ আমাদের বন্ধুত্ব সার্থক। এতো বছরের বন্ধুত্ব আজ আত্মীয়তার সম্পর্কে পরিণত হলো। আর সব আমাদের ছেলেমেয়েদের জন্য।"
আঙ্কেল বাবর কথায় তাল মেলালেন। আর এদিকে রাগে আমার শরীর কাঁপছে। এদের দুই বন্ধুর আনন্দ মাখা কথাগুলো আগুনের মতো জ্বালা ধরাচ্ছে। এদিকে নির্ভীক ভাইয়ার হাঁসি একদম ই সহ্য হচ্ছে না আমার। এবার উনি আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন,,
-- "দেখলি তো আমাকে চ্যালেঞ্জ করার ফল! অ্যাজ ইউজুয়াল আমি জিতলাম।"
আমি কোন কথা না বলে রুমের দিকে পা বাড়ালাম। সোজা গিয়ে বারান্দায় দাঁড়ালাম আমি। ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। কি দরকার ছিল ঐ হিটলারের সাথে লাগার। বারান্দার রেলিং ঘেসে বসে পড়লাম আমি। আমি শর্মি। মেডিকেল এর ২য় বর্ষের স্টুডেন্ট। অনেক দিন পর লম্বা ছুটি পাওয়ায় পরিবারের সবাই মিলে বেড়াতে এসেছিলাম। সাথে যোগ হয়েছিল নির্ভীক ভাইয়া এবং উনার পরিবার। নির্ভীক ভাইয়ার বাবা আর আমার আব্বু বেশ ভালো বন্ধু বলতে গেলে দুই ভাই। আজ সকাল বেলা ছাদে দাঁড়িয়ে ছিলাম আমি। সকালের ফ্রেশ হাওয়া খাচ্ছিলাম আর নানারকম চিন্তা ভাবনা করছিলাম আমি। ঠিক তখনই কোথা থেকে উদয় হলো এই নির্ভীক ভাইয়া নামক প্যারা। এই ছেলেটা যেদিন থেকে আমার লাইফে এন্ট্রি নিয়েছে সেদিন থেকেই লাইফটা তেজপাতা হয়ে গিয়েছে আমার। সে যাই হোক উনি এসেই আমাকে বললেন,,
--"এখানে দাঁড়িয়ে কি করছিস শুনি? বয়ফ্রেন্ডের কথা ভাবছিস নাকি? যতোই এসব নিয়ে ভাবিস না কেন কোন লাভ নেই। বউ তো তুই আমার ই হবি।"
উনার এই কথাটা শুনে মেজাজ খারাপ হয়ে গেল আমার। ওনার দিকে তাকাতে উনি হুহা করে হেসে উঠলেন। বুঝলাম উনি মজাকরে এইসব বলেছেন। কিন্তু এই মজাটাই চরম বিরক্ত করলো আমাকে। কোন মানে হয়? উনি খুব ভালো করেই জানেন যে আমার কোন বি এফ নেই আর এই ধরনের মজা একদম ই পছন্দ নয় আমার। তাপরেও এই ধরণের কথা বলে আমাকে রাগিয়ে দিলো আমায়। তাই রাগের চোটে বলছিলাম,
--"আমি কোনোদিন ও আপনার বউ হবো না। দরকার পড়লে সারাজীবন কুমারী থাকবো তবুও আপনাকে বিয়ে করবো না।"
এই একটা কথাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানতো! উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। তারপর বললেন,,
--"ভেবে বলছিস তো?"
আমিও বোকার মত বলে দিলাম হ্যাঁ।তারপরেই উনি বললেন,
--"চ্যালেঞ্জ?"
তখন আর কিইবা বলতাম। যোশ নিয়ে বলেছিলাম,,
--"হুহ চ্যালেঞ্জ!"
উনি বাঁকা হেসে বলেছিলেন,,
--"গেট রেডি শর্মি! আজ রাতেই তোর আর আমার বিয়ে। আর তাও পরিবারের সকলের অনুমতি নিয়েই।"
তখন এই কথাটার কোন গুরুত্ব দেই নি আমি। কিন্তু উনি কিভাবে যে আমার আব্বু আর আঙ্কেল কে বিয়ের জন্য রাজি করিয়েছিলেন সেটা শুধু উনিই জানেন। সন্ধ্যা বেলা যখন আব্বু এসে বলল,,"আজ তোর বিয়ে" মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল আমার। আমি বারণ করলাম কিন্তু আব্বুর ইমোশনাল ব্ল্যাকমেইল এর কাছে আমাকে হার মানতেই হলো। তার কিছুক্ষণ পর ই আমাদের বিয়েটাও হয়ে গেল। যেহেতু এখানে আমাদের দুই পরিবারের লোক ছাড়া আর কেউ ছিলো না তাই আমাদের বিয়ের ব্যপারটাও কেউ জানে না। এবার আমার প্রচুর কান্না পাচ্ছে। কেন যে ঐ সময়ে এ কথাটা বলেছিলাম! না বললে তো আমাকে এইভাবে কুরবানীর পশু হতে হতো না।
এসব আকাশ কুসুম ভাবনার মাঝেই দড়জা খোলার আওয়াজ পেলাম। মুখ তুলে সামনের দিকে তাকাতেই দেখলাম নির্ভীক ভাইয়া আমার দিকেই তাকিয়ে আছেন। কয়েক সেকেন্ডের জন্য আমার চোখটা ওনার দিকেই আটকে গিয়েছে। আকাশি রঙের শার্ট আর অ্যাশ কালার প্যান্ট ফর্সা চেহারায় এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে। উনার ঘন পল্লব বিশিষ্ট চোখ, বাচ্চাদের মত লাল গোলাপী ঠোঁট, সুন্দর খোঁচা খোঁচা দাড়ি, এলোমেলো চুল আর বাচ্চা বাচ্চা চেহারায় কি নিষ্পাপ লাগছে। কিন্তু এই নিষ্পাপ চেহারার আরালে যে কতবড় শয়তান লুকিয়ে আছে সেটা শুধু আমিই জানি। মুহূর্তেই রাগ উঠে গেল আমার। রাগে দুঃখে কাঁদো কাঁদো গলায় বলেই উঠলাম আমি,,
--"এমনটা কেন করলেন নির্ভীক ভাইয়া?"
আমার কথাটা মনে হয় উনার ঠিক পছন্দ হলো না। আমার দিকে রাগি চোখে তাকিয়েই ধমকে উঠলেন উনি। ধমক শুনে ভয়ে কেঁপে উঠলাম আমি। যত যাই বলি না কেন উনার এই রাগকে প্রচুর ভয় পাই আমি। উনি রাগী গলায় বললেন,,
--"ঐ আমি তোর কোন জন্মের ভাই হই? আজকের পর যদি আমাকে ভাই বলেছিস তো খুন করে ফেলবো বলে দিলাম।"
সত্যি ই তো উনি তো আমার ভাই নয়। কিন্তু অভ্যাস পরিবর্তন হতে তো সময় লাগবে। কিন্তু এইটা কোন বিয়ে হলো নাকি? উনি তো যখন খুশি আমাকে ছুড়ে ফেলে দিবেন। আর আমাদের বিয়ের কথা যেহেতু গোপন রাখতে বলেছে আমাদের দুই পরিবার সেহেতু,,,
ভাবনার মাঝেই উনি বলে উঠলেন,,
--"তো বিয়ে তো হয়ে গেল। নিয়ম অনুযায়ী আজ তো আমাদের বাসর তাইনা বউ? (বাঁকা হেসে)
উনার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ। উনি ডেভিল স্মাইল দিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। আর আমি ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছি। মনে মনে হাজারো দোয়া দরুদ পড়ছি। এবার আমি কি করবো। এবার আমার কান্না পেয়ে যাচ্ছে। শুধু কান্না নয় রীতিমতো হাত পা ছুড়ে কান্না।🥺😭
চলবে,,,??
চুপিচুপি_ভালোবাসি💞
Writer: আয়েশা_আক্তার
পর্ব_১ (সূচনা পর্ব)
NEXT

1 comment:

Thank You!