Thursday, April 11, 2013

***ভবসাগর***

আমার মন শত জনম ধরে
এই সৈকতে রয়েছে পরে।
আমি এক খন্ড পাথর সমান
আমার ঢেউ-গুনা দিনের হয়না অবসান।

দেখেছি রঙ্গীন পালের তরী
ক্ষণিকেই গিয়েছে দেশ ছাড়ি।
আমার তরী ভাঙ্গা যে ভাই
কোন আশায় সে তরী জলে ভাসাই।

নিঃস্ব হয়ে এসেছিলাম ধরার বুকে,
শুধু অথই জল আজো দু`চোখে।
এমন ঘোমরে মরে সুখের নেশায়,
আমি রয়েছি বেঁচে আজও সুখের আশায়।

এতটা বছর ধরে আধারে রয়েছি,
আধারে শুধু অশ্রুই পেয়েছি।
আমি রঙ্গীন-ডানার প্রজাপতি দেখতে চাই,
আমি যে আলোর ভূবনে নিজেকে রাখতে চাই।

কূলের খোজে শত জনম ধরে,
ভাঙ্গা তরী আমার ভাসছে ভবসাগরে।
সুখের আশায় অবুঝ মন লইয়া,
কাঁদি ঢেউয়ের পানে চাইয়!।

No comments:

Post a Comment

Thank You!