নীর্ঘুম এই রাত,
উড়ছে স্মৃতির জোনাকি।
আজো তোমাকে ভুলিনি বন্ধু
জানোকি,,,,তুমি জানোকি?
কখনোকি ভেবেছো,,,,
বদলে যাবে চীর চেনা পথ?
নীরবে,আঁধারে আমার মন কাঁদে,
মেয়ে কাঁদো কি,তুমি কাঁদো কি ?
লুকালো মঙ্গল দ্বীপ,
কালো মেঘের আড়ালে।
আমি জানিনা তুমি কেমন করে,
আমার সীমানা হারালে।
যে ফুলে আসেনি ভ্রমর,
তার কান্না কি কেউ শুনেছে?
তুমি আসনি তাই এই দু`টি চোখ,
অশ্রুতে ভেসেছে,শুধু কেঁদেছে।
স্মৃতিতেই তুমি রয়ে গেছ,
জানি করবেনা আর স্বপ্নের খেয়া পার।
মেয়ে আজো ভুলিনি তুমাকে,
এ জীবনে হয়তো ভুলা হবেনা আর।
No comments:
Post a Comment
Thank You!