যখনি শুনি তোমার মন খারাপ
কেমন জানি,
একটা ভয় কাজ করে হৃদয় আঙ্গিনায়,
মনে হয়,
এই বুঝি এলো কাল বৈশাখী ঝড়
সব বুঝি করে দিবে উল্টা পাল্টা,
হারাতে হবে বুঝি আমাকে সব?
আর তখনি তোমার সাথে সাথে
আমারো মনটা অনেক অনেক খারাপ হয়।
মাঝে মাঝে থমকে দাড়াতে হয়
হারাতে হয় ভাবনা নামক মেঘের আড়ালে
খুজে বের করতে ইচ্ছে হয়
তোমার মন খারাপ হবার কারন।
তবে আমি যে এক নারাধম,
আমার মাঝে নেই সেই জ্ঞান,
তবে মাঝে মাঝে চেষ্টা করি,
জানিনা পারি কি না।
আমি কি তোমার মনটা খারাপ করে দিয়েছি?
আমিই কি তোমার মন খারাপ করে দেবার কারণ?
যদি আমি তোমার মন খারাপ করে
দেবার কারন হয়।
তবে বলি…
মন খারাপ করে থেকো না,
বন্ধুর সাথে বন্ধুর মন খারাপ করে
থাকতে নেই।
আর যদি মন খারাপ করেই থাকো
তবে বন্ধুত্বের সার্থকতা রইল কই_?
কেমন জানি,
একটা ভয় কাজ করে হৃদয় আঙ্গিনায়,
মনে হয়,
এই বুঝি এলো কাল বৈশাখী ঝড়
সব বুঝি করে দিবে উল্টা পাল্টা,
হারাতে হবে বুঝি আমাকে সব?
আর তখনি তোমার সাথে সাথে
আমারো মনটা অনেক অনেক খারাপ হয়।
মাঝে মাঝে থমকে দাড়াতে হয়
হারাতে হয় ভাবনা নামক মেঘের আড়ালে
খুজে বের করতে ইচ্ছে হয়
তোমার মন খারাপ হবার কারন।
তবে আমি যে এক নারাধম,
আমার মাঝে নেই সেই জ্ঞান,
তবে মাঝে মাঝে চেষ্টা করি,
জানিনা পারি কি না।
আমি কি তোমার মনটা খারাপ করে দিয়েছি?
আমিই কি তোমার মন খারাপ করে দেবার কারণ?
যদি আমি তোমার মন খারাপ করে
দেবার কারন হয়।
তবে বলি…
মন খারাপ করে থেকো না,
বন্ধুর সাথে বন্ধুর মন খারাপ করে
থাকতে নেই।
আর যদি মন খারাপ করেই থাকো
তবে বন্ধুত্বের সার্থকতা রইল কই_?