Tuesday, November 4, 2014

জেগে থাকো আজ


নূরুন নাহার (পাপিয়া)


ওগো বাতাস বলো তারে কানে কানে
সে জেনো তাকায় গগণপানে।
জ্যোসনা ভরা চাঁদ
যেনো ফেলেছে প্রেমের ফাঁদ।
কেমন মায়া ভরা রাত,
আজকে জেগে থাকো
আর রাখো আমার হাতে হাত।
কি এমন বলো ক্ষতি,
সারারাত যেগে থাকো যদি।

নূরুন নাহার (পাপিয়া)
05.08.2014

No comments:

Post a Comment

Thank You!