- মোহাম্মদ শফিকুল ইসলাম
একটানা চেয়ে থাকি
অপলক দৃষ্টিতে
জলে বেজা সেই ছবি
মুষলধারা বৃষ্টিতে
মনে পরে স্মৃতিকথা
যায় যদি শয়নে।
স্বপ্নে দেখা রাজকন্যা
দেখি যেনো নয়নে
দিবা-রাত্রি সেই ছবি
ভেসে উঠে পরানে,
ভালোবাসা টেনে ইতি
গাঁথা যেনো বিহনে।
২৪।০৬।২০১৩ ইং
১২:৩০am
একটানা চেয়ে থাকি
অপলক দৃষ্টিতে
জলে বেজা সেই ছবি
মুষলধারা বৃষ্টিতে
মনে পরে স্মৃতিকথা
যায় যদি শয়নে।
স্বপ্নে দেখা রাজকন্যা
দেখি যেনো নয়নে
দিবা-রাত্রি সেই ছবি
ভেসে উঠে পরানে,
ভালোবাসা টেনে ইতি
গাঁথা যেনো বিহনে।
২৪।০৬।২০১৩ ইং
১২:৩০am
No comments:
Post a Comment
Thank You!