Saturday, March 23, 2013

উবুন্টু ১০.০৪ ডাউনলোডের পর কিছু করনীয়। ( পোষ্ট নতুনদের জন্য )

কয়েকদিন আগে রিলিজ পেয়েছে উবুন্টুর নতুন ভার্সন ১০.০৪ যাকে আমরা ল্যুসিড লিংক্স বলে জানি।
দিন দিন উবুন্টুর উন্নতি হচ্ছে সেই সাথে সাথে ব্যবহারকারী ও বেড়েছে, উবুন্টুর এ ভার্সনেও নতুন ব্যবহারকারীর সংখ্যা বাড়বে আর বিশেষ করে বাংলাদেশীদের মাঝেও উবুন্টু ব্যবহারের ঝোক অনেক বেড়েছে।
এবার যারা ল্যুসিড লিংক্স সেটআপ দিলেন বা যারা সেটআপ দিতে ইচ্ছুক তাদের সাথে আমি একজন নতুন উবুন্টু ব্যবহারকারী হিসেবে কিছু বিষয় শেয়ার করতে চাই।
উবুন্টুতে বাংলা :
উবুন্টু ১০.০৪ তে বাংলা পড়তে হলে কোন সফটওয়্যার ডাউনলোড করতে হয়না। তবে বাংলা লেখার জন্য কিছু করতে হয়। যারা অভ্র ব্যবহার করে বাংলা লিখেন তারা দেখুন এই লিংক টি। Avro Phonetic in Ubuntu Linux ‘Lucid Lynx’
আর যারা ইউনিজয় বা প্রভাত লেয়াউনটে লিখে থাকেন তারা System > Preferences > IBus Preferences >Input Methods


এ গিয়ে বাংলা ইউনিজয় ও প্রভাত লেয়াউট সিলেক্ট করে Ctrl + Space চাপুন আর বাংলা লিখুন ।
বাংলা লিখতে গিয়ে আমার মতো যারা বানান ভুল করেন যাদের জন্য রয়েছে ফায়ারফক্সের সাথে বাংলা বানান পরীক্ষক। এখান থেকে ডাউনলোড করে নিন আর নির্ভুল বাংলা লিখুন।
সফটওয়্যার ডাউনলোড :
ডাউনলোড করে নিন কয়েকটি প্রয়োজনীয় সফটওয়্যার যা ডিফন্টভাবে উবন্টু ১০.০৪তে আসেনি।
নিচের সফটওয়্যার গুলি টারমিনাল থেকে সহজে ডাউনলোড করুন, যেমন লিখুন :
sudo apt-get install (সফটওয়্যারের নাম )
sudo apt-get install gimp

  • gimp (ডিজাইনের জন্য)
  • chromium (ক্রোম ওয়েব ব্রাউজার)
  • vlc (মিউজিক প্লেয়ার)
  • gnome-do (যেকোন সফটওয়ার খুজুন ও ওপেন করুন)
  • docky (ডক বার ম্যাকের মতো।)
  • wine (উন্ডজোর কিছু সফটওয়্যার ডাউনলোডের জন্য )
  • liferea (আর এস এস ফিডের জন্য)
  • scribus (ডেক্সটপ পাবলিশিং)
  • fatrat (ডাউনলোড ম্যানাজার )
  • emesene বা amsn ( উইন্ডোজ লাইফ ম্যসেনজারের আইডি দিয়ে চ্যাট করার জন্য )
  • padgin ( ইয়াহু বা গুগল টক ও অন্যন্যা আইডি দিয়ে চ্যাট করার জন্য । )
  • compizconfig-settings-manager (কমপিজ ফিউসন)
  • openoffice.org-pdfimport (পিডিওফ এডিটের জন্য )
আরেক দুটি বিশেষ সফটওয়্যারের কথা না বললেই নয়। তা হচ্ছে…
Ubuntu Tweak e Ailurus  এই সফটওয়্যর দুটি ব্যবহার করে উবন্টুকে সহজেই কন্টোল করা যায়।
টারমিনলে গিয়ে ডাউনলোড করুন
sudo add-apt-repository ppa:tualatrix/ppa
sudo add-apt-repository ppa:ailurus
sudo apt-get update
sudo apt-get install ubuntu-tweak ailurus

উবুন্টু ১০.০৪ ( ল্যুসিড লিংক্স )এ বহুভাষী কোরআন সফটওয়্যার Zekr.


উবুন্টু ১০.০৪ তে একটি বিশাল পরিবর্তন আনা হয়েছে উবুন্টু সফটওয়্যার সেন্টারে। অনেক নতুন সফটওয়্যার যোগ করা হয়েছে এতে।
আজ হঠাত্ করেই সফটওয়্যার সেন্টারে সার্চ দিলাম quran লিখে, দেখলাম Zekr সফটওয়্যারটি এড করা হয়েছে। যে সফটওয়্যারটি আমি উবুন্টু ৯.০৪ তে অনেক চেষ্টা করেও ডাউনলোড করতে পারিনি। আর উবুন্টু ১০.০৪ থেকে খুব সহজেই ডাউনলোড করে নিলাম ও পাশাপাশি এড করে নিলাম বাংলা ও ইতালিয়ান অনুবাদ।
কেউ যদি ডাউনলোড করতে চান তাহলে…
ডাউনলোড :
Applacations – Ubuntu Software Center তারপর সার্চ বক্সে লিখুন quran

ইনস্টল করুন এই সফটওয়্যার দুটি, ব্যস হয়ে গেল ডাউনলোড।
এখন সফটওয়্যারটি পাবেন : Applacatins – Islamic Software – Zekr





বাংলা অনুবাদ এড
আলহামদুলিল্লাহ, মাওলানা মুহিউদ্দিন খানের কোরআনের বাংলা অনুবাদটি এই সফটওয়্যারের সাথে ব্যবহার করা যাবে।

এখান থেকে ডাউনলোড করুন বাংলা অনুবাদের জিপ ফাইলটি। সফটওয়্যারটি ওপেন করে তারপর Tools – Add- Translation গিয়ে বাংলা অনুবাদটি এড করুন।
আরবীর সাথে বাংলা অনুবাদকে ডিফন্ট করে রাখতে চাইলে View – Tranlation [bn_BD] মাওলানা মুহিউদ্দিন খান সিলেক্ট করুন।

কেউ যদি ইংরেজী অনুবাদটি ও আরবীর পাশাপাশি রাখতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করুন ইংরেজী অনুবাদের ফাইলটি।
আরবী বাংলা ও ইংরেজী ভাষা এক সাথে দেখতে চাইলে :
View – Tranlation- Configure Custom Tranlations এ গিয়ে Abdullah Yusufali – en_US ও মাওলানা মুহিউদ্দিন খান – bn_BD এড করুন।



বাংলা লেখা ছোট দেখালে : Tools – Options- View তে গিয়ে trans_fa_fontSize এর 11 কে 13 অথবা 14 করে দিন। তাহলেই বাংলা লেখা সুন্দর দেখতে পাবেন।
বি.দ্র : সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে ও সফটওয়্যারটি উইন্ডোজের ডাউনলোড ও কনফিগারেশন এর নিয়ম কানুন দেখতে এখানে ক্লিক করুন।