Saturday, March 23, 2013

আপনি কি উবুন্টু ব্যবহার করছেন? তাহলে আপনার প্রিয় ব্লগের বা সাইটের আরএসএস ফিড যোগ করুন YARSSR সফটওয়্যার দিয়ে।

উবুন্টু ব্যবহার করে দিন দিন শুধু নিত্যনতুন মজার মজার জিনিস খুঁজে পাচ্ছি। উবুন্টুতে ওপেন সোর্সের সফটওয়্যার যা আমাকে বিশেষ ভাবে উৎসাহী করেছে উবুন্টু ব্যবহার করতে। অাজ একজন আমাকে প্রশ্ন করেছিল যে উবুন্টুতে কি উইন্ডোজে যেসব সফটওয়্যার ও যে সকল সফটওয়্যারের সুবিধা রয়েছে তা আছে কি?
আমি তাকে বলে ছিলাম ভাই, উবুন্টু উইন্ডোজে চেয়ে সুবিধা রয়েছে সফটওয়্যারের দিক দিয়ে।

আজ একটি সফটওয়্যারের খবর জানাতে এই পোষ্ট লেখা।
সফটওয়্যারটি হচ্ছে YARSSR , এটি এমন একটি সফটওয়্যার যা দিয়ে আপনার গনোম ডেক্সটপের প্যনেলে যে কোন ব্লগ বা ওয়েবসাইটের আরএসএস ফিড যোগ করতে পারবেন। এতে করে আপনি আপনার ডেক্সটপ থেকেই আপনার প্রিয় ব্লগের নতুন কি কি এলে তা জানতে পাবেন।
আসুন তাহলে দেখে নেই কিভাবে ডাউনলোড ও ব্লগের আরএসএস ফিড যোগ করবো।

উবুন্টুতে তো সফটওয়্যার ইন্সটল করতে কোন ঝামেলাই নেই, টার্মিনাল খুলুন আর লিখুন :
sudo apt-get install yarssr
ব্যস, ইন্সটল হয়ে গেল। এখন আপনার ডেক্সটপের প্যনেলে দেখতে পাবেন নতুন YARSSR সফটওয়্যারের আইকনটি যুক্ত হয়েছে।
চিত্র :
undefined

এখন আইকনের উপর রাইট ক্লিক করে Preferences এ আসলে নিচের ছবিটির মতো দেখতে পাবেন। এখানে প্লাসে ক্লিক করে ফিড করুন।
চিত্র :
undefined

আর ব্রাউজার কমান্ডে গনোম ডিফোল্ড দিতে ভুলবেন না কিন্তু।
এখন নিজ ডেক্সটপ থেকেই খবর নিন প্রতিবেশী ব্লগারদের।

উবুন্টুতে পিডিএফ এডিটর।


উবুন্টু ব্যবহারকারীদের সফটওয়্যার সমস্যা কখনোই ছিল না আর থাকবেও না। উবুন্টুতে পিডিএফ ফাইল এডিট করার জন্য দারুন একটি সফটওয়্যার ব্যবহার করছি। সফটওয়্যারটি হচ্ছে পিডিএফ এডিটর
কিভাবে ডাউনলোড করবেন?
টারমিনাল খুলুন আর লিখুন :

sudo apt-get install pdfedit
ব্যাস হয়ে গেল ইন্সটল।
সফটওয়্যারটি খুঁজে পাবেন : Aplications–Graphics–Pdf Editor
About these ads