Friday, December 8, 2023

তোমার কথাই যে মনে পড়ে রাত্রি যখন আসে চুপিসারে

শ্রাবনে ঝর ঝর বর্ষা নামে,
মাঠ ঘাট ভেসে জায় জলে,
ঝিলের শাপলারা সব হেসে ওঠে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

গ্রীষ্মের খরাতপ্ত উদাস দুপুরে,
একাকী পান্থ হেঁটে যায় দূরে,
বিস্তীর্ন দিগন্তে পাখিরা যায় উড়ে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

একদিন সন ধ্বংস হবে লয়ে,
অশান্ত বিশ্ব আসবে শান্ত হয়ে,
সমূদ্র নাচবে ঢেউ এর প্রলয়ে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

ফসলের মাঠে বাতাস বয়ে চলে,
গাছগুলো সব একাধারে হেলে পড়ে,
অবসন্ন কৃষক মাঠে থাকে বসে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

শীতের ঢেকে যাওয়া কুয়াশার চাদরে,
ঠান্ডা হিমেল বাতাসের পরশে,
প্রকৃতি মেতে ওঠে উৎসব পার্বণে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

প্রকৃতিতে যখন মোহনীয় বসন্ত আসে,
চারিদিক শোভিত হয় ফুলের সৌরভে,
মৌমাছিরা ফুলে মধু খুঁজে ফেরে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

পূর্ব দিগন্তে যখন সূর্য্য ওঠে হেসে,
গাছে গাছে পাখিরা মাতে কূজনে,
প্রকৃতি সজ্জিত হয় অপূর্ব সাজে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

হৃদয় যখন হয়ে ওঠে অশান্ত,
তোমার স্মৃতি মনকে করে শান্ত,
রাত্রি যখন আসে চুপিসারে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

রঙের পসরা নিয়ে রংধনু ওঠে,
হৃদয় মাতে যখন আপন খেয়ালে,
ভরে যায় সব বর্ণিল ছবিতে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

মন উদাস হয় বাঁশির করুণ সুরে,
বারবার মনে হয় নও তুমি দূরে,
যখন এলে তুমি এই মনের গভীরে,
তখন তোমার কথাই যে মনে পড়ে!

আমায় পাবে না খুঁজে যখন হারিয়া যাব সবার শেষে

আমাকে দূরে চলে যেতে হবে, দূরে অনেক দূরে;
এই লোকালয় থেকে নির্জনে অজানা কোন অন্তপুরে!
যেখানে কেউ কোন ভাবেই পাবে না আমার দেখা,
যেখানের দিন ক্ষন তারিখ কিছুই রবে না লেখা!
জানি না আমি এমন জায়গার মিল্বে কি সন্ধান?
যদি পেতাম তাহলে অবিলম্বেই করতাম প্রস্থান!
এমন জায়গা যেটা কিনা হবে সমুদ্রের কাছাকাছি,
যেখানে আকাশ ছুঁয়েছে মাটিকে পানির পাশাপাশি!
বাতাসে দোলা যেথা আনে পাতায় পাতায় আলোড়ন,
আমি একা সেই সব দৃশ্য করতে চাই অবলোকন!
মর্মর ধ্বনি যেথা মনে এনে দেবে এক চাঞ্চলতা,
সমুদ্রের সাথে যেথা হবে আকাশের কথকতা!
পাখিরা উড়ে যাবে যেথা শুন্যে রঙ্গিন ডানা মেলে,
সেখানেই যেতে চাই আমি সবকিছুকে পিছনে ফেলে।
যেখানে থাকবে না কোন দুঃখ হতাশার দৈন্য দশা,
থাকবে না কোন জরা, ব্যাধি, শোক আর নিরাশা!
একা একা থাকবো, যেখানে কেউ পাবে না খুঁজে,
যেথায় থাকতে হবে না আমার দুঃখে মুখটি গুজে!
তাইত আমাকে চলে যেতে হবে দূরে, অনেক দূরে-
যেখানে তুমি পাবে না আমায় সারা পৃথিবী ঘুরে

Wednesday, December 6, 2023

বন্ধু তোমায়

বন্ধু তোমার কি মনে আছে পুরানো সেই কথা?
বলেছিলে তুমি, “বন্ধু তুমি ছাড়া এই জীবনটাই বৃথা”
সেদিনের সেই বিপদের কালে, তুমি এসে ধরেছিলে হাত,
আজও আমি ভুলতে পারিনি সেই ভয়াল কাল রাত!
তোমার পানে তাকিয়ে ভুলেছিলাম আমার যত ভয়,
আমার স্মৃতির কোঠা থেকে এতটুকু হয়নি ক্ষয়!
জানি না কি অপরাধে তুমি ফিরায়ে নিয়েছো মুখ,
একবারও কি ভাব্লে না, আমি কতখানি পেলাম দুখ?
কি করে ভুলে গেলে আমাদের সেই পরিকল্পনা?
বন্ধু তোমার সাথেই তো এঁকেছিলাম এক স্বপ্নের আল্পনা।
জানতে কি ইচ্ছে হয় না তোমার, কেমন আছি আমি?
কখনোও কি ভাবলে না যে বন্ধুত্ব কতখানি দামী?
আজকে কোথায় তুমি? রয়েছ তুমি দূরে বহুদূর-
কিভাবে তাহলে বাজিছে আজ, পুরানো সেই সুর?
বন্ধুত্ব সদা অম্লান থাকে, কখনও কি পুরানো হয়?
পোষাক পাল্টে কি কখনও মানুষটাও পাল্টে যায়?
একবার দেখ পিছন ফিরে, এরপর না হয় যেও তুমি,
আমার মনের কোথায় তোমায় সযতনে রেখেছি আমি!
তুমি হয়ত মনে করছো আমি করছি যত অভিযোগ,
নতুন পুরানো সব কথা তুলে করছি যোগ আর বিয়োগ।
না বন্ধু না! এটা নয় আমার কোন আক্ষেপ অভিমান,
যদি তুমি চাও তবে আমি দিতে পারি তার প্রমাণ!
বন্ধুত্বের মধ্যে পাঁচিল তুলে করা যায় না ব্যবধান-
বন্ধুকে কখনও যায় না ভোলা হোক না তা তিরধান!
কিছু ভালো লাগা, মন্দ লাগা আর প্রতিজ্ঞা নিয়েই বন্ধুত্ব,
আত্মত্যাগের মহিমায় প্রস্ফুটিত হয়ে ওঠে তার মহত্ব।
অনন্তকাল ধরেও যদি আমায় অপেক্ষায় রাখ তুমি,
এক মুহুর্তের জন্যও তোমায় ভুলতে পারবোনা আমি।
জীবনের শেষ প্রান্তে গিয়ে যখন থমকে যাবে সময়,
তখনও ভুলতে পারবোনা আমি বন্ধু শুধু তোমায়!