Saturday, March 23, 2013

আজব দুনিয়া।

এ এক আজব দুনিয়া
বড্ড আজব মনে হয় মাঝে মাঝে।
এখনে মেঘের ঘনঘটা ছাড়াই বৃষ্টির দেখা মেলে
এখানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তের কোন ভেদাভেদ নেই
এখানে কখনো শীতের হিম সকাল আবার
কখনো বসন্তের কোকিল ডাকা ভোর।


এখানে,
এদিকে ওদিকে ছড়িয়ে আছে অসংখ্য পথ
এ পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেও
গন্তব্যে পৌঁছানো যাবে না।
তারপরেও , সকাল সন্ধা এ পথেই হাঁটছে মানুষ,
বড্ড আজব এ দুনিয়া আজব এ দুনিয়ার মানুষ।


এখানের আকাশে তারা জ্বলে না
এখানে জোসনা বলে কিছু নেই
এখানে অমাবশ্যা আর পূর্নিমা যেন সমার্থক শব্দ।
এখানে চব্বিশ ঘণ্টাই দিন আবার চব্বিশ ঘণ্টাই রাত
আজব এই দুনিয়া বেহুঁশ এই দুনিয়ার মানুষ।

No comments:

Post a Comment

Thank You!