Tuesday, November 4, 2014

এক তুমি আর আমি


-নূরুন নাহার (পাপিয়া)-


একপাশে আলো আর আলোর দিকে তুমি
আলোর নিচে আধার আর সেই আধারের সাথে
এক দিকে সাদা আর সেই সাদার দিকে থাকো তুমি
অন্য দিকে কালো আমি সেই কালোতেই আছি ভালো।
তুমি হলে হাসি
আর আমি তাই কান্না।
আলোতে তুমি হাসিতে তুমি।
আর তুমি থাকে রঙ্গীনে।
এভাবেই বারবার তোমাকেই যেনো ফিরে পাই
আমার এই ছোট্ট জীবনে।
তুমি হলে ফুল, ফুটে থাকো কাননে,
আর আমি নিষিদ্ধ বারুদ থাকি শুধু কামানে।
তুমি আমি একই রকম হবো বলো কেমনে।

-নূরুন নাহার (পাপিয়া)-
25.06.2014

No comments:

Post a Comment

Thank You!