Saturday, March 23, 2013

ওরা যেন …

ওরা যেন ঊষার আলো
ভোর সকালে দেখা মিলে
ঘন্টা দুয়েক পরেই উধাও।


ওরা যেন মানব ছায়া
রোদলা দুপরে দেখা মিলে
সন্ধা ঘনিয়ে এলেই উধাও।


ওরা যেন মেঘের আড়ালে
ঢাকা পড়া চাঁদ
কখনো কখনো উঁকি দেয়
ক্ষানিক বাদেই উধাও।


ওরা যেন অদৃশ্য মানাবী
ওদের দেখা যায় না,
মিশে থাকে স্মৃতির পাতায়
আর মাঝে মাঝেই কাঁদায়।


ওরা যেন কাল বৈশাখী ঝড়
চৈতের শেষই এসেই
সব কিছু তছনছ করে দিয়ে যায়।

No comments:

Post a Comment

Thank You!