Saturday, March 23, 2013

গত রাতে

গত রাতে আমি ঘুমাইনি
বসে বসে দেখিছি চাঁদের হাসি
তাঁরাদের মেলা,
বসেই ছিলাম জানালার পাশে
একটুও ঘুমাইনি।
আমি শুনেছি পুরানো দিনের গান
হারিয়ে গিয়েছিলাম গানের মাঝে
মনে হচ্ছিল,
কোন পরিচিত একজন
আমায় গান শুনাচ্ছে।
তবে কে সে?
এখনো জানা হয়নি।
গত রাতে আমার একটু ঘুম হয়নি।

গত রাতে,
মনের ডানা মেলে উড়েছি
দেশ হতে দেশান্তর,
তবে কোথাও কারো দেখা পাইনি।
পরিশেষে আমি শূন্য হাতেই ফিরেছি।
আমি জেগে ছিলাম
গত রাত, তার আগের রাত
তারও আগের রাত
তবে তা কাউকে বলা হয়নি।
গত রাতে আমি একটুও ঘুমাইনি।

No comments:

Post a Comment

Thank You!