Saturday, March 23, 2013

"না বলা ভালবাসা" (ছোট গল্প)



প্রতিদিনের মত আজও ছেলেটি এপ্রন হাতে বাস- স্ট্যান্ড এ দাড়িয়ে বাস এর জন্য ওয়েট করছে।

লিজা আজও তাকে দেখল।

সে মেডিকেল এর স্টুডেন্টদেরকে দুই চোখে দেখতে পারেনা।কেননা, সে নিজে মেডিকেল এ চান্স পায়নি।

কিন্তু এই ছেলেটাকে একটু অন্য রকম লাগে তার।

অন্যান্য মেডিকেল এর স্টুডেন্টদের কে দেখলে তার মাঝে যেমন বিরক্তি আসে এই ছেলেটিকে দেখলে তেমন বিরক্তি আসে না।

বরং এই ছেলেটিকে দেখার জন্যই লিজা প্রতিদিন একই বাস স্ট্যান্ড এ আসে।

অন্য কোন পথ দিয়ে যাতায়াত না করে এই পথ দিয়েই আসে সে।

লিজা মেয়েটা একটু অন্যরকম ছিল।

অন্যরকম বলতে, সে এমন ভাব করে যেন প্রেম-ভালবাসার ধারে কাছে সে নেই।

কিন্তু

মনে মনে সে এক ধাপ এগিয়ে।

বাস স্ট্যান্ড এর ওই ছেলেটার নাম ছিল রনি।

রনিও লিজা কে চুপচাপ লক্ষ করত।
মাঝে মাঝেই তাদের একে অপরের সাথে চোখাচোখি হত।
বাস এ রনি যখন দেখত লিজা দাড়িয়ে আছে আর সে বসে আছে তখন নিজের সিটটাও ছেড়ে দিত।

কিন্তু তারা কখনও একে অপরের সাথে কথা বলেনি।

এমনকি তারা একে অপরের নামটাও জানতোনা।

লিজা প্রতিদিনই হাজারও বুদ্ধি বের করত রনির সাথে কথা বলার কিন্তু কাজের সময় আর বুদ্ধিকে কাজে লাগাতে পারতোনা।

প্রতিদিনের মত আজও লিজা চিন্তা করতে লাগল ব্যাপারটি নিয়ে।

যেহেতু লিজা একটু
চাপা স্বভাবের , তাই
সে এই ব্যাপারে কারও কাছে পরামর্শও চায়নি।

দুদিন বাদেই ১৪ই ফেব্রুয়ারী।

সে ঠিক করল ওই দিনই ছেলেটিকে সব বলবে ও।

যেই লিজা জীবনে কখনও ফুল কেনেনি, সে-ই ১৪ই ফেব্রুয়ারী সকালে নিজে ফুল কিনতে গেল।

নিজের পছন্দের ফুল হাতে নিয়ে সে বাস স্ট্যান্ড এ দাড়িয়ে আছে ছেলেটির অপেক্ষায়...

বেশিরভাগ সময় বাস স্ট্যান্ড এ ছেলেটিকেই আগে আসতে দেখা যেত।

আগে দেখা না গেলেও ১০-২০ মিনিটের মধ্যে চলে আসত।

কিন্তু আজ ৪০ মিনিট দাড়িয়ে থাকার পরেও ছেলেটির কোন খবর
নেই।

আরও কিছুক্ষণ অপেক্ষা করল লিজা।

কিন্তু এর পরেও ছেলেটির কোন দেখা নেই।

নিজেকে খুব বোকা মনে হল লিজার।

মনে মনে ভাবল...
"ছেলেটির হয়তো প্রেমিকা আছে। না, হয়তো কেন হবে।

অবশ্যই আছে।

মেডিকেল এ পড়ে, দুই দিন বাদে ডাক্তার হবে।

দেখতেও তো খারাপ নয়।

প্রেমিকা থাকবেনা কেন??
১৪ই ফেব্রুয়ারীতে প্রেমিকাকে ছেড়ে সে এই বাস স্ট্যান্ড এইবা আসবে কেন???"

ওই দিন লিজা চলে গেল। ঠিক করল আর কোন দিন ওই বাস স্ট্যান্ড এই যাবেনা।

না সে আর যায়নি... গেলেও অনিচ্ছাকৃত ভাবে।

তবে যখনই সে ওই বাস স্ট্যান্ড পার হয়েছে তখনই বাসের অপেক্ষায়
দাড়িয়ে থাকা মানুষ গুলোর দিকে তাকিয়ে থেকেছে।

কিন্তু রনি কে দেখেনি...

কিছুদিন পর লিজার বিয়ে ঠিক হল।

বিয়েটি ঠিক করল লিজার মা।

লিজা কোন আপত্তি করে নি।

যদিও সে রনি কে ভুলতে পারেনি।

বিয়ের পর কিছুদিন ভালই কাটল।

তারপর একদিন লিজা তার বরের ঘরে একটি ছবি খুজে পেল।

ছবিতি দেখে আঁতকে উঠল লিজা।

এটি সেই ছেলের ছবি।

লিজা তার বরের কাছে জানতে চায়...

"ছেলেটি কে?? "

জবাবে তিনি জানান...

"ছেলেটির নাম রনি।

মেডিকেল এ পড়ত।।

বছর ২ আগে ১৪ই
ফেব্রুয়ারী তে সে রোড এক্সিডেন্ট এ মারা যায়।

মারা যাওয়ার সময় তার হাতে ফুল ছিল আর ছিল একটি চিঠি...

তার সাথে নাকি প্রতিদিন এক মেয়ের দেখা হত বাস
স্ট্যান্ড এ।

সে তাকে Propose করার জন্যই ওই দিন বাস স্ট্যান্ড এ যাচ্ছিল।

দুঃখের বিষয় সে মেয়েটির নাম বলতে পারেনি।

কোন ঠিকানাও দিতে পারেনি...

সবটা পড়ার পর আপনার অনুভূতি জানাবেন না জানালে মনে করব আমার হাতের লেখা খুব খারাপ তাই সব পড়েন নি।দুঃখ টা নিজের বুকেই চেপে রাখবো।

একটু উষ্ণতার জন্য ।



কটু উষ্ণতার জন্য
কত শত দিনের অপেক্ষা
অবশেষে সেই মাহেন্দ্রখন,
এতোটুকু স্পর্শে
তুমি এতোটা জ্বলে উঠবে
তা সত্যিই আমার বোধগম্য ছিল না।


সে যেন এক উত্তাল তরঙ্গ,
এদিক থেকে ওদিকে ভেসে বেড়ানো
তরঙ্গের সেই অভিনব রুপ
আমায় যেন অন্ধ করে দিয়েছে।
উত্তাল তরঙ্গ যখন আরো বেশী উত্তাল
তখন আমার অস্তিত্ব খুঁজে পাইনি,
এই মাতাল কে আরো বেশী মাতাল
করেছিল তোমার স্পর্শ।

তুমি যে অবর্ননীয় ছিলে
তাতে কোন সন্দেহ ছিলনা,
তারপরেও তোমাকে এতোটা
কাছ থেকে না দেখলে
তোমাকে আবিষ্কার করা
এতোটা সহজ হতো না।

তুমি সুন্দর, তুমি ভয়ংকর
তুমি ধনুকের তীর।
তুমি অগ্নি, তুমি অগ্নি মশাল
চাইলেই আমায় জ্বালিয়ে দিতে পারে।

আপনি কি উবুন্টু ব্যবহার করছেন? তাহলে আপনার প্রিয় ব্লগের বা সাইটের আরএসএস ফিড যোগ করুন YARSSR সফটওয়্যার দিয়ে।

উবুন্টু ব্যবহার করে দিন দিন শুধু নিত্যনতুন মজার মজার জিনিস খুঁজে পাচ্ছি। উবুন্টুতে ওপেন সোর্সের সফটওয়্যার যা আমাকে বিশেষ ভাবে উৎসাহী করেছে উবুন্টু ব্যবহার করতে। অাজ একজন আমাকে প্রশ্ন করেছিল যে উবুন্টুতে কি উইন্ডোজে যেসব সফটওয়্যার ও যে সকল সফটওয়্যারের সুবিধা রয়েছে তা আছে কি?
আমি তাকে বলে ছিলাম ভাই, উবুন্টু উইন্ডোজে চেয়ে সুবিধা রয়েছে সফটওয়্যারের দিক দিয়ে।

আজ একটি সফটওয়্যারের খবর জানাতে এই পোষ্ট লেখা।
সফটওয়্যারটি হচ্ছে YARSSR , এটি এমন একটি সফটওয়্যার যা দিয়ে আপনার গনোম ডেক্সটপের প্যনেলে যে কোন ব্লগ বা ওয়েবসাইটের আরএসএস ফিড যোগ করতে পারবেন। এতে করে আপনি আপনার ডেক্সটপ থেকেই আপনার প্রিয় ব্লগের নতুন কি কি এলে তা জানতে পাবেন।
আসুন তাহলে দেখে নেই কিভাবে ডাউনলোড ও ব্লগের আরএসএস ফিড যোগ করবো।

উবুন্টুতে তো সফটওয়্যার ইন্সটল করতে কোন ঝামেলাই নেই, টার্মিনাল খুলুন আর লিখুন :
sudo apt-get install yarssr
ব্যস, ইন্সটল হয়ে গেল। এখন আপনার ডেক্সটপের প্যনেলে দেখতে পাবেন নতুন YARSSR সফটওয়্যারের আইকনটি যুক্ত হয়েছে।
চিত্র :
undefined

এখন আইকনের উপর রাইট ক্লিক করে Preferences এ আসলে নিচের ছবিটির মতো দেখতে পাবেন। এখানে প্লাসে ক্লিক করে ফিড করুন।
চিত্র :
undefined

আর ব্রাউজার কমান্ডে গনোম ডিফোল্ড দিতে ভুলবেন না কিন্তু।
এখন নিজ ডেক্সটপ থেকেই খবর নিন প্রতিবেশী ব্লগারদের।