Saturday, March 23, 2013

ছায়া তুমি…

একা একা হেটে চলেছি
হাটছি তো হাটছিই,
নিঃসঙ্গ এই পথ চলা।

আমার এই পথ চলায় হঠাৎ
রোদের আলো।
মনে হচ্ছে,
কে জানি হাটছে আমার পিছু পিছু
ও যে ছায়া আমার।

আজ আমি নির্ভিক
ও হেটে চলছে আমার
হাতে রেখে হাত ।

প্রভাত শেষে রোদলা দুপুরেও
আমি অনুভব করছি ওকে
দিনের শেষে রাতের আগমনে
ও কি থাকবে আমার হাতে রেখে হাত?

No comments:

Post a Comment

Thank You!