একা একা হেটে চলেছি
হাটছি তো হাটছিই,
নিঃসঙ্গ এই পথ চলা।
আমার এই পথ চলায় হঠাৎ
রোদের আলো।
মনে হচ্ছে,
কে জানি হাটছে আমার পিছু পিছু
ও যে ছায়া আমার।
আজ আমি নির্ভিক
ও হেটে চলছে আমার
হাতে রেখে হাত ।
প্রভাত শেষে রোদলা দুপুরেও
আমি অনুভব করছি ওকে
দিনের শেষে রাতের আগমনে
ও কি থাকবে আমার হাতে রেখে হাত?
হাটছি তো হাটছিই,
নিঃসঙ্গ এই পথ চলা।
আমার এই পথ চলায় হঠাৎ
রোদের আলো।
মনে হচ্ছে,
কে জানি হাটছে আমার পিছু পিছু
ও যে ছায়া আমার।
আজ আমি নির্ভিক
ও হেটে চলছে আমার
হাতে রেখে হাত ।
প্রভাত শেষে রোদলা দুপুরেও
আমি অনুভব করছি ওকে
দিনের শেষে রাতের আগমনে
ও কি থাকবে আমার হাতে রেখে হাত?
No comments:
Post a Comment
Thank You!