Saturday, March 23, 2013

তুমি

তুমি শব্দের ব্যবহার
আমি জানতাম না
তুমিই আমাকে শিখিয়েছো
তুমি করে বলতে।
লজ্জা হতো কাউকে
তুমি বলে সম্ভোধনে।
তুমি শুধুই তুমি
আমায় শিখিয়েছো সব।

আমার হাসি আমার কথা
কারো ভাল লাগতো না
তুমিই বলেছিলে
আমার হাসি আমার কথা
তোমার ভাললাগে,
সেই তুমি আজ কোথায়?
কোথায় হারিয়ে গেলে
কোথায় লুকালো তোমার ভাল লাগা?

আমি জানতাম না এই হাসি
তোমার কাছে হবে
রোদ আর মেঘের খেলা।
অন্য কারে হাসির কাছে
হার মানবে আমার হাসি
তাহলে আমি হাসতাম না ।
তবে তোমার হাসি
চিরদিন আমার কাছে মিষ্টি ছিল
আছে থাকবে।

No comments:

Post a Comment

Thank You!