Saturday, March 23, 2013

তোমরা যাকে…

তোমরা যাকে “ভালবাসা” বলো
আমি বলি দুঃখের পাহাড়।
তোমরা যাকে “বন্ধুত্ব” বলো
আমি বলি অর্থহীন কোন শব্দ।
তোমরা যাকে “চাওয়া-পাওয়া” বলো
আমি বলি অরন্য রোদন।
তোমরা যাকে “সুখ” বলো
আমি বলি অপেক্ষার প্রহর।
তোমরা যাকে “কষ্ট” বলো
আমি বলি সঙ্গী আমার।
তোমরা যাকে “মন” বলো
আমি বলি কষ্ট বাহক।

No comments:

Post a Comment

Thank You!