Tuesday, November 4, 2014

পোড়ামন

 - মোহাম্মদ শফিকুল ইসলাম


একটানা চেয়ে থাকি
অপলক দৃষ্টিতে
জলে বেজা সেই ছবি
মুষলধারা বৃষ্টিতে
মনে পরে স্মৃতিকথা
যায় যদি শয়নে।
স্বপ্নে দেখা রাজকন্যা
দেখি যেনো নয়নে
দিবা-রাত্রি সেই ছবি
ভেসে উঠে পরানে,
ভালোবাসা টেনে ইতি
গাঁথা যেনো বিহনে।

২৪।০৬।২০১৩ ইং
১২:৩০am

জেগে থাকো আজ


নূরুন নাহার (পাপিয়া)


ওগো বাতাস বলো তারে কানে কানে
সে জেনো তাকায় গগণপানে।
জ্যোসনা ভরা চাঁদ
যেনো ফেলেছে প্রেমের ফাঁদ।
কেমন মায়া ভরা রাত,
আজকে জেগে থাকো
আর রাখো আমার হাতে হাত।
কি এমন বলো ক্ষতি,
সারারাত যেগে থাকো যদি।

নূরুন নাহার (পাপিয়া)
05.08.2014

এক তুমি আর আমি


-নূরুন নাহার (পাপিয়া)-


একপাশে আলো আর আলোর দিকে তুমি
আলোর নিচে আধার আর সেই আধারের সাথে
এক দিকে সাদা আর সেই সাদার দিকে থাকো তুমি
অন্য দিকে কালো আমি সেই কালোতেই আছি ভালো।
তুমি হলে হাসি
আর আমি তাই কান্না।
আলোতে তুমি হাসিতে তুমি।
আর তুমি থাকে রঙ্গীনে।
এভাবেই বারবার তোমাকেই যেনো ফিরে পাই
আমার এই ছোট্ট জীবনে।
তুমি হলে ফুল, ফুটে থাকো কাননে,
আর আমি নিষিদ্ধ বারুদ থাকি শুধু কামানে।
তুমি আমি একই রকম হবো বলো কেমনে।

-নূরুন নাহার (পাপিয়া)-
25.06.2014