Thursday, April 11, 2013

=+=তোমাকে ভুলিনি=+=


নীর্ঘুম এই রাত,
উড়ছে স্মৃতির জোনাকি।
আজো তোমাকে ভুলিনি বন্ধু
জানোকি,,,,তুমি জানোকি?

কখনোকি ভেবেছো,,,,
বদলে যাবে চীর চেনা পথ?
নীরবে,আঁধারে আমার মন কাঁদে,
মেয়ে কাঁদো কি,তুমি কাঁদো কি ?

লুকালো মঙ্গল দ্বীপ,
কালো মেঘের আড়ালে।
আমি জানিনা তুমি কেমন করে,
আমার সীমানা হারালে।

যে ফুলে আসেনি ভ্রমর,
তার কান্না কি কেউ শুনেছে?
তুমি আসনি তাই এই দু`টি চোখ,
অশ্রুতে ভেসেছে,শুধু কেঁদেছে।

স্মৃতিতেই তুমি রয়ে গেছ,
জানি করবেনা আর স্বপ্নের খেয়া পার।
মেয়ে আজো ভুলিনি তুমাকে,
এ জীবনে হয়তো ভুলা হবেনা আর।

***ভবসাগর***

আমার মন শত জনম ধরে
এই সৈকতে রয়েছে পরে।
আমি এক খন্ড পাথর সমান
আমার ঢেউ-গুনা দিনের হয়না অবসান।

দেখেছি রঙ্গীন পালের তরী
ক্ষণিকেই গিয়েছে দেশ ছাড়ি।
আমার তরী ভাঙ্গা যে ভাই
কোন আশায় সে তরী জলে ভাসাই।

নিঃস্ব হয়ে এসেছিলাম ধরার বুকে,
শুধু অথই জল আজো দু`চোখে।
এমন ঘোমরে মরে সুখের নেশায়,
আমি রয়েছি বেঁচে আজও সুখের আশায়।

এতটা বছর ধরে আধারে রয়েছি,
আধারে শুধু অশ্রুই পেয়েছি।
আমি রঙ্গীন-ডানার প্রজাপতি দেখতে চাই,
আমি যে আলোর ভূবনে নিজেকে রাখতে চাই।

কূলের খোজে শত জনম ধরে,
ভাঙ্গা তরী আমার ভাসছে ভবসাগরে।
সুখের আশায় অবুঝ মন লইয়া,
কাঁদি ঢেউয়ের পানে চাইয়!।

Monday, March 25, 2013

ভালবাসার কবিতা: তুমি পাশে নেই বলে

ভালবাসার কবিতা: তুমি পাশে নেই বলে

তুমি পাশে নেই বলে

এখন অনেক রাত,
কোথাও কেউ জেগে নেই
আখি যুগলে নেই ঘুমের ছায়া,
ঘুম যেন অভিমান করেছে
আজ আর দেখা মিলবে না,
র্নিঘুমে কেটে যাবে সারাটি রাত।
কারন শুধু একটাই,
আজ তুমি পাশে নেই।

তাই বসে পরলাম, ডায়েরীটা নিয়ে
তোমাকে নিয়ে লিখবো কবিতা
গান আর ছন্দের কল্পকথা।
কলমটা একটুও কালি দিচ্ছেনা আমায়,
ও যেন আজ রেগে আছে ।
কারন শুধু একটাই
তুমি পাশে নেই বলে।

দক্ষিনের জানালা খুলে দিয়েছি
দেখবো চাঁদের মায়বী মুখ।
চাঁদটা যেন বারবার
তোমার রুপের কাছে হার মানছে
আর লজ্জায় লুকাচ্ছে মেঘের আড়ালে।
এ দৃশ্য দেখে,
আমার হৃদয়ে আনন্দের জোয়ার বইছে
তবে এই জোয়ারের কোনই মূল্য নেই।
কারন শুধু একটাই
আজ তুমি পাশে নেই।