Sunday, September 22, 2013

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪শে মে (১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে গিয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। পরবর্তীতে তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক পরিচিতি লাভ করেন। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। ১৯৭৬ সালের ২৯শে অগাস্ট (১২ই ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) এখানেই তিনি মৃত্যুবরণ করেন। (উৎসঃ উইকিপিডিয়া)

Thursday, April 11, 2013

=+=তোমাকে ভুলিনি=+=


নীর্ঘুম এই রাত,
উড়ছে স্মৃতির জোনাকি।
আজো তোমাকে ভুলিনি বন্ধু
জানোকি,,,,তুমি জানোকি?

কখনোকি ভেবেছো,,,,
বদলে যাবে চীর চেনা পথ?
নীরবে,আঁধারে আমার মন কাঁদে,
মেয়ে কাঁদো কি,তুমি কাঁদো কি ?

লুকালো মঙ্গল দ্বীপ,
কালো মেঘের আড়ালে।
আমি জানিনা তুমি কেমন করে,
আমার সীমানা হারালে।

যে ফুলে আসেনি ভ্রমর,
তার কান্না কি কেউ শুনেছে?
তুমি আসনি তাই এই দু`টি চোখ,
অশ্রুতে ভেসেছে,শুধু কেঁদেছে।

স্মৃতিতেই তুমি রয়ে গেছ,
জানি করবেনা আর স্বপ্নের খেয়া পার।
মেয়ে আজো ভুলিনি তুমাকে,
এ জীবনে হয়তো ভুলা হবেনা আর।

***ভবসাগর***

আমার মন শত জনম ধরে
এই সৈকতে রয়েছে পরে।
আমি এক খন্ড পাথর সমান
আমার ঢেউ-গুনা দিনের হয়না অবসান।

দেখেছি রঙ্গীন পালের তরী
ক্ষণিকেই গিয়েছে দেশ ছাড়ি।
আমার তরী ভাঙ্গা যে ভাই
কোন আশায় সে তরী জলে ভাসাই।

নিঃস্ব হয়ে এসেছিলাম ধরার বুকে,
শুধু অথই জল আজো দু`চোখে।
এমন ঘোমরে মরে সুখের নেশায়,
আমি রয়েছি বেঁচে আজও সুখের আশায়।

এতটা বছর ধরে আধারে রয়েছি,
আধারে শুধু অশ্রুই পেয়েছি।
আমি রঙ্গীন-ডানার প্রজাপতি দেখতে চাই,
আমি যে আলোর ভূবনে নিজেকে রাখতে চাই।

কূলের খোজে শত জনম ধরে,
ভাঙ্গা তরী আমার ভাসছে ভবসাগরে।
সুখের আশায় অবুঝ মন লইয়া,
কাঁদি ঢেউয়ের পানে চাইয়!।